সোমবার ● ২৫ মার্চ ২০২৪
ইতালি ইকুয়েডরকে সহজে হারাল
Home Page » খেলা » ইতালি ইকুয়েডরকে সহজে হারাল
বঙ্গনিউজঃ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ল্যাতিন আমেরিকার দল ইকুয়েডরের বিপক্ষে সহজ জয় পেয়েছে গত আসরের ইউরো চ্যাম্পিয়ন ইতালি। ম্যাচের শুরু ও শেষের গোলে ২-০ গোলে জিতেছে আজ্জুরিরা।
নিউ ইয়র্কের রেড বুল অ্যারেনায় ম্যাচের ৩ মিনিটে গোল পেয়ে যায় গত দুই আসরে বিশ্বকাপে খেলতে না পারা চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। গোলটি করেন লরেঞ্জ প্যালেগ্রিনি। ম্যাচের ৯৪ মিনিটে গোল করেন নিকোলো বেরেল্লা।
ইকুয়েডর গোলের লড়াইয়ে না পারলেও ইতালির কাছে মোটেও কোণঠাসা ছিল না। ল্যাতিন দলটি ৫১ শতাংশ বল পায়ে রেখে খেলেছে। ইতালির ৯ আক্রমণের বিপরীতে ১০টি আক্রমণ তুলেছে তারা। কিন্তু গোলের লক্ষ্যে একটির বেশি শট নিতে পারেনি।
বাংলাদেশ সময়: ১১:৫৩:৩০ ● ১৩৩ বার পঠিত