
মঙ্গলবার ● ১২ মার্চ ২০২৪
দাঁড়কাক -শাহ জামাল উদ্দিন
Home Page » সাহিত্য » দাঁড়কাক -শাহ জামাল উদ্দিনঅনেক বছর পার করে
বাতাসের সিড়ি বেয়ে নেমেছি মাটিতে
আকাশ থেকে ।
এসে দেখলাম কতগুলো দাঁড়কাক
আমার উঠোনে দাঁড়িয়ে
ছাঁপ্পান্ন বছর কেটে গেল তাড়াতে তাড়াতে ।
আমি কি তাহলে আবার ফিরে যাব আকাশে
বাতাসের সিড়ি বেয়ে
নাকি বাঁদুরের মত ঝুলে থাকবো
অন্ধকারে কামরাঙা গাছের ডালে ।
এর চেয়ে নিস্ঠুর আর কি হতে পারে
এখনও একাকিত্ব ঝাপিয়ে পড়ে
আমার উপরে
ওরা তাকিয়ে থাকে দুর থেকে
অভিশাপ দেয় হাত নেড়ে নেড়ে
ঘরে ফিরে যেতে বলে আমাকে ।
ছাপ্পান্ন বছর কেটে গেল দাঁড়কাক
তাড়াতে তাড়াতে ।
বাংলাদেশ সময়: ১৪:১৬:২৬ ● ২৫৫ বার পঠিত