মঙ্গলবার ● ৫ মার্চ ২০২৪
বিসর্জনের পূর্বে- সাবিহা চৈতী
Home Page » সাহিত্য » বিসর্জনের পূর্বে- সাবিহা চৈতীনিদেনপক্ষে বিসর্জনের পূর্বে
তুমুল বৃষ্টি হোক।
আমি তা চাই ।
খুব করে, জানো?
স্মৃতির আকাশ হতে একটি খচিত তারা
তোমার পায়ে দিতে চাই খুব, জানো?
নিভৃতে একবার, শুধু একটি বার
অপলক চাহনিতে স্নাত হতে চাই, জানো?
অনেক শীতের কুয়াশা হয়ে
জড়াতে চাই আরেকবার, জানো?
চাই শুধু একটি বার..
লোভের গাছে তালিকা আমার বড় হয়..
ভুলতে বসি বিসর্জন আজ।
ভুলতে বসি প্রাণের দহন
ভুলতে বসি আহ্বানহীন জোছনা
ভুলতে বসি পতিত ফুলের পচন
ভুলতে বসি তোমার আমার নিস্পৃহ কথন।
ভুলতে বসি বিসর্জন আজ, ভাসান যাত্রা শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:০৯:৩৭ ● ১২৮ বার পঠিত