বৃহস্পতিবার ● ২৯ ফেব্রুয়ারী ২০২৪
আরও বড় পরীক্ষায় ম্যানইউ
Home Page » খেলা » আরও বড় পরীক্ষায় ম্যানইউ
বঙ্গনিউজঃ এফএ কাপের পঞ্চম রাউন্ডে লুটন সিটির বিপক্ষে ৬-২ গোলে জিতেছিল ম্যানচেস্টার সিটি। আর্লিং হালান্ড একাই করেছিলেন ৫ গোল। বুধবার রাতে লিভারপুল তাদের ‘একাডেমির শিশুদের’ নিয়ে ৩-০ গোলে সাউদাম্পটনকে হারিয়েছে।
অথচ লিডসের বিপক্ষে জিততে ঘাম ছুটে গেছে চেলসির। নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে ৩-২ ব্যবধানে ব্লুজদের জিতেছে কনর গ্লাঘার। নটিংহাম ফরেস্টের বিপক্ষে জিততেও ঘাম ছুটে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ম্যাচের ৮৯ মিনিটে গোল করে দলকে ১-০ ব্যবধানে জিতেয়েছেন কাসেমিরো।
কষ্টের জয়ের পর চেলসি তাও একটু স্বস্তি পেয়েছে। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছে সেরা সময় পেছনে ফেলে শীর্ষ বিভাগ থেকে ডিভিশনে নেমে যাওয়া লেস্টার সিটিকে। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে পেয়েছে ‘রেড হট’ অলরেডস খ্যাত লিভারপুলকে। অনেকটা ইংরেজি পরীক্ষা শেষ করেই অংক পরীক্ষায় বসার মতো অবস্থা রেড ডেভিলসদের।
এফএ কাপের অপর দুই ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও নিউক্যাসল ইউনাইটেড। পেপ গার্দিওলার সামনে এডি হাউয়ের দলকেও বড় পরীক্ষা দিতে হবে। অন্য ম্যাচে উলভস ও ডিভিশনের দল কভেন্ট্রি মুখোমুখি হবে। এফএ কাপের কোয়ার্টার ফাইনাল মাঠে গড়াবে ১৬ মার্চ।
বাংলাদেশ সময়: ১৫:৪১:০৭ ● ১৫৬ বার পঠিত