বুধবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৪

দহন – শ্রীজাত

Home Page » সাহিত্য » দহন – শ্রীজাত
বুধবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৪


দহন

সন্ধে নামছে তখন তোমার মুখে,
আকাশে দূরের তারা চেনাচ্ছ তুমি…
আমরা দেখছি আগুনের বন্ধুকে।
জীবন ধ্রুবক। মৃত্যুই মরসুমি।

একজীবনের এতগুলো সংলাপ
সব ঠিকঠাক আদায়ের পর ছুটি।
আমরা দেখছি শ্রান্ত পায়ের ছাপ,
ভালবাসা তবু দেখায়নি বিচ্যুতি।

সন্ধে নামছে আবার তোমার কাছে।
এবার তোমাকে নিয়ে যাবে ব’লে আসা।
ক’জন মানুষ প্রবাহের মতো বাঁচে?
চিনিয়ে দিচ্ছ দূরের তারার ভাষা।

দাহ মুছে যাক। দহন জাগুক দাগে।
মহীরুহ গেলে নতজানু হয় ঝড়ও।
ছাই উড়ে যেতে এক মুহূর্ত লাগে।
তোমার আগুন, আকাশের চেয়ে বড়…

বাংলাদেশ সময়: ১৮:২২:৪৫ ● ২১৮ বার পঠিত