বৃহস্পতিবার ● ২৫ জানুয়ারী ২০২৪

দেশব্যাপী কালো পতাকা মিছিল করবে বিএনপি

Home Page » জাতীয় » দেশব্যাপী কালো পতাকা মিছিল করবে বিএনপি
বৃহস্পতিবার ● ২৫ জানুয়ারী ২০২৪


 ফাইল ছবিঃ বিএনপির কালো পতাকা মিছিল

বঙ্গনিউজঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের দাবি আদায়ের লক্ষ্যে ২৬ ও ২৭ জানুয়ারি দেশব্যাপী কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রোববার রাজধানীর নয়াপল্টানের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে এ ঘোষণা দেন। তিনি বলেন, ২৬ জানুয়ারি সব জেলা সদরে এবং ২৭ জানুয়ারি সব মহানগরে কালো পতাকা মিছিল করা হবে। রিজভী আরও বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ সব নেতাকে মুক্তি দেওয়া, সব মিথ্যা মামলা প্রত্যাহার, সংসদ ভঙ্গ এবং বাড়তি দ্রব্যমূল্যের প্রতিবাদে এই কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি আদায় না হওয়ায় বিএনপি ও সহমনা দলগুলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ বর্জন করেছে।

বাংলাদেশ সময়: ১৩:৪২:৪৬ ● ২৭৫ বার পঠিত