রবিবার ● ১৪ জানুয়ারী ২০২৪
চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ টানা তৃতীয় দিনের মতো
Home Page » সংবাদ শিরোনাম » চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ টানা তৃতীয় দিনের মতোবঙ্গনিউজঃ চুয়াডাঙ্গায় টানা তৃতীয় দিনের মতো মৃদু শৈত্যপ্রবাহ চলছে। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর আজ রোববার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
ঘন কুয়াশার সঙ্গে উত্তরের কনকনে ঠাণ্ডা বাতাসে জনজীবন থমকে গেছে। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না।
ঘন কুয়াশার কারণে দূরপাল্লার যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র পর্যবেক্ষক মো. রাকিবুল হাসান জানান, আগামী এক সপ্তাহ এমন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
বাংলাদেশ সময়: ১২:০৯:১২ ● ১৬৭ বার পঠিত