শনিবার ● ১৬ ডিসেম্বর ২০২৩
লাল- সবুজের পতাকা আমার - মোসাম্মৎ আয়েশা আক্তার
Home Page » সাহিত্য » লাল- সবুজের পতাকা আমার - মোসাম্মৎ আয়েশা আক্তার
লাল- সবুজের পতাকা আমার!
তোমার নামে একটি দেশ
কিনেছি আমরা বাঙ্গালি!
চড়াদামে ;লক্ষ- কোটি প্রাণের আত্মদানে!
লাল-সবুজের পতাকা আমার!
কোটি মানুষের কন্ঠে একই সুরে তোমার নামে
একটি সংগীত পেয়েছি আমরা
‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’
লাল-সবুজের পতাকা আমার!
তোমাকে মুক্ত বাতাসে পতপত করে
উড়বার জন্য মেঘমুক্ত সুনীল আকাশ কিনেছি
চড়াদামে ;
আমার ভাইয়ে রক্তের রং তোমার বৃত্তে দিয়েছি!
তোমার জমিনে দিয়েছি
সম্ভ্রমহারা বোনের ভালোবাসার সবুজ আচঁল।
প্রেমিকা তার বিসর্জন দিয়েছে চোখের কাজল।
লাল- সবুজের পতাকা আমার
তোমার সগৌরবে মাথা উঁচু করে
উড়বার দীপ্ত সাহস
বাঙ্গালির বীরত্বের অহংকার।
লাল- সবুজের পতাকা আমার!
তুমি আমাদের অনেক সাধনার ধন।
তাইতো বিজয়ের মাসে
তোমাকে বুকে আগলে রাখার করছি পণ!
মোসাম্মৎ আয়েশা আক্তার,সহকারী অধ্যাপক, ঢাকা কলেজ ।
বাংলাদেশ সময়: ১:০১:০৮ ● ৫৪৯ বার পঠিত