রবিবার ● ১০ ডিসেম্বর ২০২৩

ইমাম সিকদার-এর কবিতা ঘুঘু পাখি

Home Page » সাহিত্য » ইমাম সিকদার-এর কবিতা ঘুঘু পাখি
রবিবার ● ১০ ডিসেম্বর ২০২৩


 ঘুঘু পাখি

সখের দুটি ঘুঘু ছিল
খাঁচায় পালিত
প্রতি মাসে ডিম দিত
বাচ্চা ফুটতো কতো !
বাচ্চা দুটি বড়ো হলো
অতি আদরে
খানা দিতে গিয়ে দেখি
নিথর দেহ পড়ে আছে
খাঁচার ভিতরে ।
ভাবতে থাকলাম খানিক টুকু
কাজটি করলো কে
নিথর দেহ পড়ে আছে
শির নিল কে ?
হঠাৎ মাথায় বুদ্ধি এলো
কাজটি করছে আর কেউ না,
প্রতিদিন ফাঁদ পাকে যে
পাশের বাড়ির বিড়াল মামা ।
বিড়াল মামা সাকসেস এবার
খাঁচার ঘুঘু খেয়ে
খাঁচার মালিক ফাঁদ পেতেছে
বিড়াল আটকেছে ।
ইমাম শিকদার
মতলব উত্তর চাঁদপুর।

ইমাম সিকদার

বাংলাদেশ সময়: ১৬:৫৯:২২ ● ৪৯১ বার পঠিত