বৃহস্পতিবার ● ৭ ডিসেম্বর ২০২৩

দেয়ালের দীর্ঘশ্বাস -ডাঃ খালেদ মাহমুদ

Home Page » সাহিত্য » দেয়ালের দীর্ঘশ্বাস -ডাঃ খালেদ মাহমুদ
বৃহস্পতিবার ● ৭ ডিসেম্বর ২০২৩


দেয়ালের দীর্ঘশ্বাস
উদীয়মান সূর্য দেখে
শহরের স্বপ্নেরা
মুক্তির শ্লোগানে
মুখরিত করছে
মৃতদের ঘরের দেয়াল।
একদিন জীবন
নেমে এসেছিল এ শহরে ;
সাঁতরে পার হতে
নাব্যতার শরীর।
স্বপ্নের দেয়ালে দেয়ালে
টাঙিয়ে বিজয়ের পোস্টার।
ভাগাড়ের কাশবন
ক্ষয়িষ্ণু বেলার
দোহাই দিয়ে
মুখ ঢেকে পালাতে চায়।
লালিত স্বপ্নের সোনালী সূর্যেরা
অভিমানে ডুবে যায় ;
আমাদের শহরের মৃতরা
অবয়বহীন ;
সাঁতরে পার হয়
অগভীর স্রোতস্বিনী।
এ শহরের অলি গলি
নদীর কুল
দিঘীর পাড়
মৃতদের আঙিনা
কোথায় নেই স্বপ্নেরা!
স্বপ্নের অগভীর জল
যত্রতত্র;
সাঁতারুদের সংখ্যা অগণিত।
স্বপ্নভুক প্রেমের
আবেশে বিমুদ্ধ যুবা
হৃতসর্বস্বের দেয়ালে
ছড়িয়ে দিচ্ছে জয়টীকা!

ডাঃ খালেদ মাহমুদ

বাংলাদেশ সময়: ১৩:৩৮:০২ ● ২৮৩ বার পঠিত