বুধবার ● ২৯ নভেম্বর ২০২৩
নিরাপত্তা বাড়ানোর নির্দেশ আর্থিক প্রতিষ্ঠানে
Home Page » অর্থ ও বানিজ্য » নিরাপত্তা বাড়ানোর নির্দেশ আর্থিক প্রতিষ্ঠানেবঙ্গনিউজঃ ফাইন্যান্স কোম্পানির স্থাপনা ও জানমালের অধিকতর নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়- ফাইন্যান্স কোম্পানির স্থাপনার প্রধান কার্যালয়, শাখা, ব্যবসা কেন্দ্র, বুথ, নিজস্ব বা ভাড়াকৃত ভবনের প্রবেশ পথে, অভ্যন্তরে, স্থাপনার বাইরে চতুর্দিকে এবং সব ধরনের আইটি রুমে প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে।
এছাড়া স্থাপিত বা স্থাপিতব্য সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় নিয়ে আসতে হবে।
সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ যাতে প্রয়োজনে নিকটস্থ থানা বা পুলিশ পেতে পারে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ ন্যূনতম এক বছর সংরক্ষণ করতে হবে।
ফাইন্যান্স কোম্পানি আইন-২০২৩ এর ৪১(২)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হলো।
বাংলাদেশ সময়: ১১:০৬:৪১ ● ১৭৫ বার পঠিত