রবিবার ● ২৬ নভেম্বর ২০২৩
এইচএসসির ফল হস্তান্তর প্রধানমন্ত্রীর কাছে
Home Page » জাতীয় » এইচএসসির ফল হস্তান্তর প্রধানমন্ত্রীর কাছে
বঙ্গ-নিউজঃ উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন।
পরে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।
গণভবনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ উপস্থিত ছিলেন
ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) এবং এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
বাংলাদেশ সময়: ১০:৪৬:১৮ ● ২৫৯ বার পঠিত