মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০২৩

শাহনাজ পারভীন মিতা-এর কবিতা জীবন হারিয়ে যায় কোলাহল শহর

Home Page » সাহিত্য » শাহনাজ পারভীন মিতা-এর কবিতা জীবন হারিয়ে যায় কোলাহল শহর
মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০২৩


জীবন হারিয়ে যায় কোলাহল শহর

সকালে ঘুম ভেঙ্গে এক কাপ চা
জীবন প্রহরে অবিরাম সা রে গা মা পা,
ছন্দ লয় তান মিলে শুধু জীবনের গান
জলের শব্দের অবিরাম নিঃসীম প্রান ॥

টুংটাং সুর ঢেউ তোলে মনের অতলে
জীবন খুঁজে ফেরে তল পদ্ম জলে,
সকালের সূর্য ফেলে আসা মধুক্ষণ
রঙিন স্বপ্ন সূর্যাস্তের আবীর মন ।

আঁধার রাত সাথে অলীক জোছনা
তারাগুলো ঝিকিমিকি মনের দোতনা,
শিউলি ঝরা পথ অপেক্ষার প্রহর
জীবন হারিয়ে যায় কোলাহল শহর।

সেই শহরে তুমি আমি স্বপ্ন বুনি
রুপসাগরে ডুবে মরি খুঁজি হীরে চুনি ।

শাহনাজ পারভীন মিতা

বাংলাদেশ সময়: ১৭:০৩:১৮ ● ২৯৫ বার পঠিত