সোমবার ● ১৩ নভেম্বর ২০২৩
হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিন আজ
Home Page » সাহিত্য » হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিন আজবাংলা সাহিত্যের কলম জাদুকর হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিন আজ। হিমু আর মিসির আলীর চরিত্র রূপায়ণে শুধু লেখক হিসেবেই আকাশচুম্বী জনপ্রিয়তাই পাননি তিনি, এ দেশে অসংখ্য হিমু ও মিসির আলীও সৃষ্টি করেছেন। কাল্পনিক চরিত্র রূপায়ণে বাস্তবের লাখো হিমু ও মিসির আলী তাঁর ভক্ত। ১৯৪৮ সালের আজকের এই দিনে তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম কাজল। ১৯৭২ সালে প্রকাশিত হয় হুমায়ূন আহমেদ রচিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’। সত্তর দশকের এই সময় থেকে শুরু করে মৃত্যু অবধি তিনি ছিলেন বাংলা সাহিত্যের অপ্রতিদ্বন্দ্বী কারিগর।
বাংলাদেশ সময়: ১৪:১৬:৪৪ ● ২২৫ বার পঠিত