শনিবার ● ১১ নভেম্বর ২০২৩
দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Home Page » জাতীয় » দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীবঙ্গনিউজঃ শনিবার (১১ নভেম্বর) বেলা একটার দিকে সুধী সমাবেশে বক্তব্য দেয়ার পর আনুষ্ঠানিকভাবে এ উদ্বোধন ঘোষণা করেন তিনি।
পরবর্তীতে স্টেশনে থাকা ট্রেনে করে দেড়টায় রামু যাত্রা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে মহেশখালীর মাতারবাড়িতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এর আগে চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেল চলাচল ও দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে সুধী সমাবেশে বক্তব্য দেন শেখ হাসিনা। রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেল মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবির। এ সময় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল করিম, স্থানীয় সাংসদ সাইমুম সরোয়ার কমলসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:০৯:৩০ ● ২৪৪ বার পঠিত