বৃহস্পতিবার ● ৯ নভেম্বর ২০২৩
জায়েদের সঙ্গে অভিনয়ের প্রস্তাবে ইধিকার ‘হ্যাঁ’
Home Page » বিনোদন » জায়েদের সঙ্গে অভিনয়ের প্রস্তাবে ইধিকার ‘হ্যাঁ’বঙ্গনিউজঃ ঢাকায় এসেছেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করে এ দেশেও বেশ পরিচিতি পান অভিনেত্রী। বাংলাদেশি বেশ কিছু সিনেমায় কাজের কথা চলছে ইধিকার। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি। এবার ধানমন্ডিতে একটি বিউটি ট্রিটমেন্টের শোরুম উদ্বোধন করেছেন তিনি। ফরিদপুরে একটি তথ্যচিত্র শুটিংয়েও অংশ নিয়েছেন বলে জানা গেছে। এসবের মাঝেই রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন ইধিকা। যেখানে তাকে অভিনেতা জায়েদ খান প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়তে হয়। ইধিকাকে জিজ্ঞেস করা হয়, জায়েদ খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পেলে করবেন কিনা? এর জবাবে অভিনেত্রী বলেন, ডেফিনেটলি! আগে প্রস্তাব পাই, তারপর ভেবে দেখব। ইধিকার কথায় স্পষ্ট, জায়েদ খানের সঙ্গে পর্দায় কাজ করার সুযোগ পেলে অবশ্যই করবেন তিনি। তবে একটু ভেবেও দেখবেন। তাকে জিজ্ঞেস করা হয়, জায়েদ খানকে চেনেন কিনা? ইধিকা জানান, অবশ্যই চিনি। কেন চিনব না? তার প্রচুর নিউজ আমি দেখেছি। তিনি তো বেশ পরিচিত। আমাদের কলকাতার সায়ন্তিকা দিদির সঙ্গেও অভিনয় করেছেন। তখনো প্রচুর নিউজ দেখেছি।
বাংলাদেশ সময়: ৯:৫৩:৫১ ● ১৫৩ বার পঠিত