শনিবার ● ৪ নভেম্বর ২০২৩
নূরুল ইসলাম বিপিএম- এর কবিতা ওরা দু’একজন
Home Page » সাহিত্য » নূরুল ইসলাম বিপিএম- এর কবিতা ওরা দু’একজনবুকের মাঝে আগলে ধরে ক’জন পারে মমতার হাত বাড়াতে
শীতল হাতের পরশ দি’য়ে মাথার ‘পরে বুলিয়ে দিতে!
ক’জন পারে একটু ব্যথায় কাতর হয়েও
হজম করে
বলতে মুখে অমন করে,
ও কিছু নয়-একটু আধটু ভুল-ভ্রান্তিতো হতেই পারে!
ক’জন পারে
বিপদ-বাধায় ছাতা হয়ে
উদার বক্ষে পাশে থেকে-যেতে পারে সাহস দিয়ে!
সাদা বর্ণে সাজলেই কি
সাদামনের মানুষ তারে বলে,
রক্ত-বংশ এক হলেই কি সবাই ভিড়বে তোমার দলে!
দিনশেষে হিসেব কষে চিনতে পারবে সব,
কে আপন আর কে ছিলো পর
দূরের-কাছের বলে ভাবছো যেমন
ও তো শুধুই মিথ্যে কলোরব!
দু’একজন কেউ জীবন জুড়ে ভাগ্যে বন্ধু হয়ে আসে,
হাজার কাঁটার আঘাত সয়েও সেই তো কেবল
বলবে তোমায়
ওগো বন্ধু,ভয় পেও না-আছি তো তোমার পাশে!
চিনতে যদি তারেও করো ভুল,
তবে আর এ জনমে কাঁটার আঘাত ছাড়া পাবে না কিছুই!
যাকিছু মিলবে প্রাপ্তি খাতায়,
দেখবে শেষে
সবকিছুই তার বেমালুম ছন্নছাড়া ভুলে ভরা ভুল!
বাংলাদেশ সময়: ১৬:৩২:২৬ ● ৩৫৩ বার পঠিত