বুকের মাঝে আগলে ধরে ক’জন পারে মমতার হাত বাড়াতে
শীতল হাতের পরশ দি’য়ে মাথার ‘পরে বুলিয়ে দিতে!
ক’জন পারে একটু ব্যথায় কাতর হয়েও
হজম করে
বলতে মুখে অমন করে,
ও কিছু নয়-একটু আধটু ভুল-ভ্রান্তিতো হতেই পারে!
ক’জন পারে
বিপদ-বাধায় ছাতা হয়ে
উদার বক্ষে পাশে থেকে-যেতে পারে সাহস দিয়ে!
সাদা বর্ণে সাজলেই কি
সাদামনের মানুষ তারে বলে,
রক্ত-বংশ এক হলেই কি সবাই ভিড়বে তোমার দলে!
দিনশেষে হিসেব কষে চিনতে পারবে সব,
কে আপন আর কে ছিলো পর
দূরের-কাছের বলে ভাবছো যেমন
ও তো শুধুই মিথ্যে কলোরব!
দু’একজন কেউ জীবন জুড়ে ভাগ্যে বন্ধু হয়ে আসে,
হাজার কাঁটার আঘাত সয়েও সেই তো কেবল
বলবে তোমায়
ওগো বন্ধু,ভয় পেও না-আছি তো তোমার পাশে!
চিনতে যদি তারেও করো ভুল,
তবে আর এ জনমে কাঁটার আঘাত ছাড়া পাবে না কিছুই!
যাকিছু মিলবে প্রাপ্তি খাতায়,
দেখবে শেষে
সবকিছুই তার বেমালুম ছন্নছাড়া ভুলে ভরা ভুল!