রবিবার ● ২৯ অক্টোবর ২০২৩

উত্তরা অফিসার্স ক্লাবের উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতা ও আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন

Home Page » সারাদেশ » উত্তরা অফিসার্স ক্লাবের উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতা ও আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রবিবার ● ২৯ অক্টোবর ২০২৩


 উত্তরা অফিসার্স ক্লাবের উদ্যোগে  স্তন ক্যান্সার সচেতনতা ও আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন

বঙ্গনিউজঃ  স্তন ক্যান্সার সচেতনতা  ও আন্তর্জাতিক কন্যা শিশু দিবস-২০২৩ উপলক্ষে ২৮ অক্টোবর  উত্তরা অফিসার্স ক্লাব,ঢাকার উদ্যোগে  আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণের আয়োজন করা হয়। উক্ত স্তন ক্যান্সার সচেতনতা অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব আনিছুর রহমান মিঞা এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ক্যান্সার ইপিডেমিওলজি বিভাগ ও জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ হাবিবুল্লাহ তালুকদার এবং কন্যা শিশু দিবস উপলক্ষে উত্তরা অফিসার্স ক্লাবের সহ-সভাপতি ডা. নমিতা হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহা পরিচালক জনাব আনজীর লিটন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ। উক্ত স্তন ক্যান্সার সচেতনতা ও কন্যা দিবস অনুষ্ঠানে বক্তারা বলেন, নীরব ঘাতক স্তন ক্যান্সার। প্রতি বছর বাংলাদেশে প্রায় তেরো হাজার নারী নতুন করে এই ক্যান্সারে আক্রান্ত হন। মারা যান প্রায় আট হাজার। আক্রান্তের তুলনায় মৃত্যুহার অত্যন্ত উদ্বেগজনক। সাধারণ মানুষের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতার অভাব, নারীদের সংকোচবোধ আর দেরীতে চিকিৎসকের কাছে যাওয়া এর কারণ। বাংলাদেশে সার্বিকভাবে ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল ও ব্যয়বহুল। স্তন ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক অবস্থায় নির্ণয় ও ক্যান্সার স্ক্রিনিং এর কোন জাতীয় কর্মকৌশল, কর্মপরিকল্পনা ও কর্মসূচি নেই।স্তন ক্যান্সারের ঝুঁকি ও সুরক্ষা, সূচনায় নির্ণয় ও স্ক্রিনিং এর উপর বিশেষ গুরুত্ব দিয়ে সবার সচেতনতা তৈরি করা আলোচনার লক্ষ্য।এবারের কন্যা শিশু দিবসটির প্রতিপাদ্য ‘বিনিয়োগে অগ্রাধিকার কন্যা-শিশুর অধিকার।’ শিশুদের অধিকার রক্ষায় আরও বেশি সচেষ্ট হওয়ার জন্য বক্তারা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

---

দেশের সকল কন্যা-শিশুসহ সব শিশুর প্রতি আন্তরিক স্নেহ ও ভালোবাসা জানিয়ে বলেন আজকের কন্যা-শিশুর মধ্যেই সুপ্তভাবে বিরাজ করছে আগামী দিনের আদর্শ মা।  অনুষ্ঠানের সমন্বায়ক হিসেবে শাহনাওয়াজ দিলরুবা, অতিরিক্ত সচিব ও  অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এই দায়িত্ব পালন করেন । নারী উদ্যোগ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাশহুদা খাতুন শেফালি  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং এই আয়োজনে সহযোগী  প্রতিষ্ঠান হিসাবে তার প্রতিষ্ঠান কাজ করেছে ।

বাংলাদেশ সময়: ১৩:২৫:১৬ ● ৩১১ বার পঠিত