বৃহস্পতিবার ● ১২ অক্টোবর ২০২৩
বিহারে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪,আহত ৮০
Home Page » প্রথমপাতা » বিহারে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪,আহত ৮০বঙ্গ-নিউজঃ ভারতের বিহারে নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার পর অন্তত চারজন নিহত এবং প্রায় ৮০ জন আহত হয়েছেন।
বুধবার ১১ অক্টোবর এক রেলওয়ে কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি রঘুনাথপুর স্টেশনের কাছে স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে ঘটেছে। দিল্লির আনন্দ বিহার টার্মিনাস থেকে শুরু হওয়া ট্রেনটি আসামের গুয়াহাটির কাছে কামাখ্যা যাচ্ছিল।
বিহারের কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে এই ঘটনার বিষয়ে জানিয়েছেন, জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলগুলো ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের পাটনার হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছেন, তিনি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, স্বাস্থ্য বিভাগ ও ভোজপুরের জেলা অধিকারিকদের সাথে ত্রাণ ও উদ্ধার কাজে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছে, তারা রঘুনাথপুরে ট্রেনটির দুর্ভাগ্যজনক লাইনচ্যুত হওয়ার ঘটনাটি পর্যবেক্ষণ করছে। তারা বক্সারের জেলা কর্তৃপক্ষ এবং অন্যান্য সংস্থার সাথে যোগাযোগ করছে।
বাংলাদেশ সময়: ১১:০৩:১৪ ● ১৬৮ বার পঠিত