রবিবার ● ৮ অক্টোবর ২০২৩
অর্থ পাচারের অভিযোগে পি কে হালদারের ২২ বছরের কারাদণ্ড
Home Page » জাতীয় » অর্থ পাচারের অভিযোগে পি কে হালদারের ২২ বছরের কারাদণ্ডবঙ্গ-নিউজ: উৎসের বাইরে সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় গ্লোবাল ইসলামি ব্যাংকের (সাবেক এনআরবি) সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় দেন। দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জ্ঞাত উৎসের বাইরে সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে আদালত পি কে হালদারকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন।
অর্থ পাচারের অভিযোগে পি কে হালদারের ১৩ সহযোগীকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পি কে হালদারের বিরুদ্ধে ৩৫টি মানি লন্ডারিং মামলার তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ২১:০১:৪৪ ● ২৭৪ বার পঠিত