বৃহস্পতিবার ● ৫ অক্টোবর ২০২৩
কবি আসাদ চৌধুরী আর নেই
Home Page » প্রথমপাতা » কবি আসাদ চৌধুরী আর নেইবঙ্গ-নিউজঃ চলে গেলেন কবি আসাদ চৌধুরী। বৃহস্পতিবার (৫ অক্টোবর) কানাডার টরন্টোর স্থানীয় একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।
আসাদ চৌধুরীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নূরুল হুদা।তিনি জানান, গতকালই শুনেছি কবি আসাদ চৌধুরী কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন, আজ খবর পেলাম আসাদ চৌধুরী আর নেই।
এদিকে কবি আসাদ চৌধুরীর জামাতা নাদিম ইকবালও শ্বশুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কবি আসাদ চৌধুরী ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায় জন্মগ্রহণ করেন।
বাংলাদেশের অন্যতম একজন কবি ও সাহিত্যিক ছিলেন আসাদ চৌধুরী। কবিতা ছাড়াও তিনি বেশ কিছু শিশুতোষ গ্রন্থ, ছড়া, জীবনী ইত্যাদি রচনা করেছেন। কিছু অনুবাদকর্মও তিনি সম্পাদন করেছেন। ১৯৮৩ সালে তার রচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ শীর্ষক বিশেষভাবে উল্লেখযোগ্য গ্রন্থটি প্রকাশিত হয়।
বেশকিছু দেশী-বিদেশী পুরস্কারে ভূষিত হয়েছেন আসাদ চৌধুরী। এরমধ্যে ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক লাভ করেন।
বাংলাদেশ সময়: ১৬:৩৮:০৪ ● ৪১৪ বার পঠিত