বৃহস্পতিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৩

ঢাকায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

Home Page » জাতীয় » ঢাকায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
বৃহস্পতিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৩


 রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

বঙ্গ-নিউজ  প্রথমবারের মতো ঢাকায় এসেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আজ সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন লাভরভ। তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। স্বাধীনতার পর প্রথম কোনো রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এলেন।

ঢাকা-মস্কোর কূটনৈতিক সূত্র জানিয়েছে, ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে যোগ দেবেন ল্যাভরভ। সেখানে যাওয়ার আগে ৭ ও ৮ সেপ্টেম্বর ঢাকা সফর করবেন তিনি।

এদিকে ল্যাভরভের ঢাকা সফরে দুই দেশের মধ্যে সম্পর্ক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিস্থিতি, বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

জানা গেছে, ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকটি হবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে।

এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, রাশিয়ার সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। মুক্তিযুদ্ধের সময় একটা বড় ভূমিকা রেখেছিল রাশিয়া। তাই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সফর হওয়াটা স্বাভাবিক।

প্রসঙ্গত, ২০২২ সালের নভেম্বরে ঢাকায় আসার কথা ছিল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভের। তবে শেষ মুহূর্তে সফরটি বাতিল হয়ে যায়।

বাংলাদেশ সময়: ২১:২৫:৫৭ ● ২৯৬ বার পঠিত