বুধবার ● ৩০ আগস্ট ২০২৩
১১ সেপ্টেম্বর ঢাকায় আসবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
Home Page » জাতীয় » ১১ সেপ্টেম্বর ঢাকায় আসবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
বঙ্গ-নিউজ: নয়াদিল্লিতে জি-টোয়েন্টি সম্মেলনের পর ১১ সেপ্টেম্বর ঢাকা সফর করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিন দশক পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের এটিই প্রথম ঢাকা সফর। ১৯৯০ সালে তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশ সফর করেছিলেন। বুধবার ঢাকা ও প্যারিসের কূটনৈতিক সূত্র ম্যাক্রোঁর বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে।
প্রস্তুতির সঙ্গে পরিচিত একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বাংলাদেশ সফরে আসছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
সফরে তিনি ধানমন্ডির ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর করেন। সে সময় তিনি ম্যাক্রোঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীর সে সফরে দুই দেশ বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ওপর জোর দিয়েছিল।
প্যারিসে দুই শীর্ষ নেতার বৈঠকের পর প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে দুই দেশ একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে।
বাংলাদেশ সময়: ২০:৫৭:০০ ● ৩৬৪ বার পঠিত