মঙ্গলবার ● ২৯ আগস্ট ২০২৩
শঙ্কিত চাহনি - স্মৃতি রানী দে
Home Page » সাহিত্য » শঙ্কিত চাহনি - স্মৃতি রানী দেআমি সুখে হর্ষিত হতে ভয় পাই
দুঃখে বিমর্ষ হব বলে,
আমি গনগনে সূর্যোদয়ে শঙ্কিত হই
কালো মেঘের আড়ালে হারাব বলে।
আমার হৃদয়ের চঞ্চলা হরিণী গতিময়তা হারায়
শিকারীর বানে আহত হবে বলে,
আমি অশান্ত চিত্তে ছুটে বেড়াই
চঞ্চলতা আমায় গ্রাস করে বলে।
আমি হৃদয়ের গভীরে আলোচ্ছটায় চমকে উঠি
তোমার পরশে জাগব বলে,
আমার সকল ধৈর্যের বাঁধ ভেঙে যায়
চকিত চাতক নয়নে তোমায় খুঁজে পাইনা বলে।
বাংলাদেশ সময়: ১১:৪৮:১৩ ● ৬৯৭ বার পঠিত