শনিবার ● ১৯ আগস্ট ২০২৩

এশিয়া কাপে সবার আগে বাংলাদেশের ম্যাচের টিকিট শেষ

Home Page » ক্রিকেট » এশিয়া কাপে সবার আগে বাংলাদেশের ম্যাচের টিকিট শেষ
শনিবার ● ১৯ আগস্ট ২০২৩


ফাইল ছবি
 বঙ্গ-নিউজ স্পোর্টসঃ   পাকিস্তান ও নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। পাকিস্তান ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হবে এবারের আসর। শ্রীলঙ্কার বিপক্ষে ৩১ আগস্ট বাংলাদেশের প্রথম ম্যাচ। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে।

ম্যাচটিকে ঘিরে ক্রিকেট ভক্তদের উন্মাদনা এরই মধ্যে ছাপিয়ে গেছে সবকিছু। হাইব্রিড মডেলে অনুষ্ঠিত আসরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে মোট নয়টি ম্যাচ। ম্যাচগুলোর টিকিট ছাড়ার পর সবার আগে বিক্রি শেষ বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ম্যাচের টিকিট। এরই মধ্যে বিক্রি হয়ে গেছে ম্যাচের সবগুলো স্ট্যান্ডের টিকিট। লঙ্কান ক্রিকেটের অফিসিয়াল ওয়েবসাইটের টিকিট ক্রয়ের সেকশনে গেলে এ ম্যাচের সব টিকিট ‘বুকড’ দেখাচ্ছে।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এ ছাড়া, সম্প্রতি বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই অন্য মাত্রা পেয়েছে। রঙিন পোশাকে বাংলাদেশও আছে দুর্দান্ত ছন্দে।

সবমিলিয়ে, এ ম্যাচকে ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। এতটাই যে, ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট এখনও বিক্রি না হলেও শেষ বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টিকিট। বলা বাহুল্য, জমজমাট এক লড়াইয়ের প্রত্যাশাই করছে ক্রিকেটপ্রেমিরা।

গ্রপ পর্বে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পরের ম্যাচে ৩ সেপ্টেম্বর বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে। উভয় গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সুপার ফোরে। সেখান থেকে সেরা দুই দল নিয়ে হবে শিরোপা নির্ধারণী লড়াই।

বাংলাদেশ সময়: ১২:৪২:১০ ● ২৭০ বার পঠিত