শুক্রবার ● ২৮ জুলাই ২০২৩
তুমি শুধু রোদ হও- তানজীনা ফেরদৌস
Home Page » সাহিত্য » তুমি শুধু রোদ হও- তানজীনা ফেরদৌসতুমি শুধু রোদ হও।
আমি নীল অপরাজিতা হয়ে,
সৌন্দর্যের আধিক্যে উত্তীর্ণ
হবো বারবার।
তুমি যদি নদী হও।
প্রণয়ের ঢেউ হয়ে
এ হৃদয় করবো উজাড়।
ঐ আকাশের নীল হও যদি।
আমি হলাম না হয়, গুমোট মেঘ।
তোমায় ছুঁতে না পেয়ে,
রংধনু রঙে লিখবো আবেগ।
তুমি একদিন ঝর ঝর বাদল হবে?
আমি সেদিন কদমফুল হয়ে ফুঁটবো,
বাদল হয়ে ঝরলেই ছুঁয়ে যেও আমায়।
বাংলাদেশ সময়: ১:৪৯:৫৯ ● ৬৬৩ বার পঠিত