শুক্রবার ● ২১ জুলাই ২০২৩
আখাউড়া থেকে লাকসাম ডবল লাইন রেলপথের উদ্বোধন
Home Page » জাতীয় » আখাউড়া থেকে লাকসাম ডবল লাইন রেলপথের উদ্বোধনবঙ্গ-নিউজ: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল, বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ রেলপথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার অংশে আগে একটি রেললাইন ছিল। এখন সেটিকে ডুয়েলগেজ ডাবল লাইন করা হয়েছে। এতে এই পথে আর কোনো ট্রেনকে ক্রসিংয়ে পড়তে হবে না।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ লাইনে এখন ট্রেনের গতি হবে ঘণ্টায় ১২০ কিলোমিটার। তবে চালকদের সতর্ক থাকতে হবে, কোথায় কতটুকু গতিতে চালাবেন।
প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ডাবল লাইন হওয়ায় ঢাকা-চট্টগ্রাম রুটে যাতায়াতে ১ ঘণ্টার মতো সময় কমে আসবে।
বাংলাদেশ সময়: ১০:৪০:৫৮ ● ১৮০ বার পঠিত