সোমবার ● ১৭ জুলাই ২০২৩
ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড ! প্রতিদিনই ভাঙছে সেই রেকর্ড
Home Page » জাতীয় » ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড ! প্রতিদিনই ভাঙছে সেই রেকর্ডবঙ্গ-নিউজ: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছেন ৮ জন। চলতি বছর এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা এটি। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৮৯ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গুরোগীর সংখ্যা ৫ হাজার ৪৪১ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ১৬ জুলাই সকাল ৮টা থেকে ১৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছেন আরও ৮ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছেন ১১৪ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৮৯ জন ডেঙ্গুরোগী। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোট ২২ হাজার ৪৬৭ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৯১২ জন। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮১ জন।
বাংলাদেশ সময়: ২০:৫২:৪৯ ● ২৯৬ বার পঠিত