শুক্রবার ● ১৪ জুলাই ২০২৩

১১ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা জারি

Home Page » জাতীয় » ১১ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা জারি
শুক্রবার ● ১৪ জুলাই ২০২৩


ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ  দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ১১ অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কি.মি. বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সকাল থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় দেশের রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী ৩ দিনে আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে।

বাংলাদেশ সময়: ১২:৫৫:২৪ ● ২২২ বার পঠিত