মঙ্গলবার ● ৪ জুলাই ২০২৩

উপনির্বাচন নিরপেক্ষ হবে.নইলে নাকে খত দেব:ডিএমপি কমিশনার

Home Page » জাতীয় » উপনির্বাচন নিরপেক্ষ হবে.নইলে নাকে খত দেব:ডিএমপি কমিশনার
মঙ্গলবার ● ৪ জুলাই ২০২৩


বকৃতা দিতেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক

বঙ্গ-নিউজ: ঢাকা-১৭ আসনে উপনির্বাচন নিরপেক্ষ না হলে নাকে খত দিয়ে বিদায় নেবেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, আপনারা দেখেন নির্বাচন নিরপেক্ষ হয় কিনা, যদি না হয় তাহলে আমি ডিএমপি কমিশনার হিসেবে নাকে খত দিয়ে চলে যাব।

আজ ঢাকা-১৭ আসনে উপনির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভা শেষে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে ঢাকা-১৭ আসন। এটি একটি অভিজাত এলাকা।

অভিজাত এলাকা হিসেবে আসনটিকে বেশি গুরুত্ব দেওয়া হবে কিনা জানতে চাইলে- ডিএমপি কমিশনার বলেন, আমি ধনী-গরিব দেখি না, আমি আইনশৃঙ্খলা দেখি। কোথাও ঝুঁকি কম, আবার কোথাও বেশি, তাই সেভাবেই আমরা ফোর্স মোতায়েন করব।

খন্দকার গোলাম ফারুক বলেন, এ ধরনের ছোট্ট নির্বাচন করার মত সক্ষমতা ডিএমপির আছে। আমাদের ফোর্স আছে, দক্ষতা আছে। আমরা নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী একটি নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করণীয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব করব।

বাংলাদেশ সময়: ২১:৪৫:০৩ ● ২৮৯ বার পঠিত