বৃহস্পতিবার ● ২২ জুন ২০২৩
আপিল করার পর প্রার্থীতা ফিরে পেলেন হিরো আলম
Home Page » জাতীয় » আপিল করার পর প্রার্থীতা ফিরে পেলেন হিরো আলমবঙ্গ-নিউজ: প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে আপীল করেছিলেন হিরো আলম। নির্বাচন কমিশনে আপিল করার পর ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এর আগে গত ১৮ জুন হিরো আলমসহ আটজনের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।
তখন ঢাকা-১৭ আসনের রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসাইন খান বলেছিলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে মোট ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এরমধ্যে যাচাই-বাছাই শেষে হিরো আলমসহ আট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
মনোনয়নপত্র বাতিল হয়েছে যাদের- জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, জাতীয় পার্টির রওশন এরশাদপন্থী মো. মামুনূর রশিদ, মো. তারিকুল ইসলাম ভূঞাঁ (স্বতন্ত্র), আবু আজম খান (স্বতন্ত্র), আশরাফুল হোসেন আলম (হিরো আলম), মুসাউর রহমান খান (স্বতন্ত্র), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. মজিবুর রহমান ও শেখ আসাদুজ্জামান জালাল।
যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে, তারা হলেন - আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির জিএম কাদেরপন্থী সিকদার আনিসুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন, গণতন্ত্রী পার্টির মো. কামরুল ইসলাম (চেয়ারম্যান মনোনয়ন দিয়েছে), গণতন্ত্রী পার্টির অশোক কুমার ধর (মহাসচিব মনোনয়ন দিয়েছে), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন ও তৃণমূল বিএনপি’র শেখ হাবিবুর রহমান।
১৫ মে, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকবর হোসেন পাঠান ফারুক। এরপর তার আসনটি শূন্য হওয়ায় তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
তফসিল অনুযায়ী, ১৮ জুন মনোনয়নপত্র বাছাই। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৬ জুন। এরপর ১৭ জুলাই হবে ভোট গ্রহণ।
এর আগে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) উপনির্বাচনে ‘একতারা’ প্রতীক নিয়ে প্রার্থী হয়েছিলেন হিরো আলম।
বাংলাদেশ সময়: ১৯:২৪:১৮ ● ২০৯ বার পঠিত