সোমবার ● ১৯ জুন ২০২৩

উপকূলীয় অঞ্চলের ১৭ শতাংশ ভূমি পানির নিচে তলিয়ে যাবে:পরিবেশমন্ত্রী

Home Page » জাতীয় » উপকূলীয় অঞ্চলের ১৭ শতাংশ ভূমি পানির নিচে তলিয়ে যাবে:পরিবেশমন্ত্রী
সোমবার ● ১৯ জুন ২০২৩


সংগৃহীত-পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন

বঙ্গ-নিউজ: পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘সমুদ্রে পানি বৃদ্ধি পাওয়ার কারণে এই দশকের শেষদিকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ১২.৩৪ থেকে ১৭.৯৫ শতাংশ ভূমি পানির নিচে তলিয়ে যাবে।  জাতীয় সংসদে একটি গবেষণার তথ্য তুলে ধরে এ কথা বলেন পরিবেশমন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, শুধুমাত্র সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে বাংলাদেশে ধানের উৎপাদন ৯.১ শতাংশ থেকে কমে গিয়ে ৫.৮ শতাংশ হবে।

পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন আরও বলেন, পরিবেশ অধিদপ্তরের এক গবেষণায় দেখা গেছে, বিগত ৩০ বছরে বাংলাদেশের উপকূলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হার বছরে প্রায় ৩.৮ থেকে ৫.৮ মিলিমিটার।

পরিবেশমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে অ্যান্টার্কটিকায় বরফ গলে যাওয়ার হার বহুগুণ বেড়ে গেছে। ১৯৯০ এর দশকের তুলনায় এখন দ্রুতগতিতে বিশ্বের বরফ গলছে। তিন দশক আগে যে হারে বরফ গলতো, এখন সেই হার থেকে ৫৭ শতাংশ দ্রুতগতিতে বরফ গলছে।

পরিবেশমন্ত্রী বলেন, নাসার ক্লাইমেট চেঞ্জের গবেষণা বলছে, অ্যান্টার্কটিকায় প্রতি বছর গড়ে ১৫০ বিলিয়ন টন হারে বরফ গলে যাচ্ছে এবং গ্রিনল্যান্ডের বরফ হলে যাচ্ছে ২৭০ বিলিয়ন টন হারে।

বাংলাদেশ সময়: ২১:২৩:৫২ ● ২২৭ বার পঠিত