মঙ্গলবার ● ১৩ জুন ২০২৩

একাদশ সংসদের এমপিদের শপথ: বৈধতা নিয়ে শুনানি ২৫ জুলাই

Home Page » জাতীয় » একাদশ সংসদের এমপিদের শপথ: বৈধতা নিয়ে শুনানি ২৫ জুলাই
মঙ্গলবার ● ১৩ জুন ২০২৩


বাংলাদেশ হাইকোর্ট

বঙ্গ-নিউজ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর ২৯০ জন এমপির শপথ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে দাখিলকৃত রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিল শুনানির জন্য ২৫ জুলাই দিন ধার্য্য করা হয়েছে। আজ সংক্ষিপ্ত শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দিয়েছেন।

শুনানিতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। নির্ধারিত দিনে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এর আগে ১১ জুন ব্যারিস্টার খোকন চার বছর ধরে থেমে থাকা আবেদনের শুনানির উদ্যোগ নেন। তিনি রোববার শুনানির জন্য আবেদনটি চেম্বার জজের আদালতে উপস্থাপন করেন।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচিত একাদশ জাতীয় সংসদের ২৯০ সদস্য ২০১৯ সালের ৩ জানুয়ারি শপথ গ্রহণ করেন। এর আগে ২০১৪ সালের ৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের সদস্যরা শপথ নেন। সে বছর ২৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবিধানের ৭২ (৩) অনুচ্ছেদ অনুসারে সংসদের মেয়াদ গণনা হবে প্রথম বৈঠক থেকে পরবর্তী পাঁচ বছর পর্যন্ত। এ হিসেবে ২০১৯ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত দশম জাতীয় সংসদের মেয়াদ থাকার কথা। দশম জাতীয় সংসদের সদস্যরা পদত্যাগের আগে এবং ওই সংসদের মেয়াদ শেষের আগে ২০১৯ সালের ৩ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ২৯০ সদস্যর শপথ গ্রহণ বৈধ হয়নি এই যুক্তিতে বিএনপিপন্থী আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ হাইকোর্টে রিট করেন। ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট ওই রিট খারিজ করেন।

হাইকোর্টের আদেশের পর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছিলেন, ৩ জানুয়ারি শপথ নিলেও একাদশ জাতীয় সংসদের সদস্যরা প্রথম অধিবেশনে বসেন ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশন বসার দিন থেকে সংসদ সদস্যরা কার্যভার গ্রহণ করেন। কাজেই আগে শপথ নিলেও তাতে সংবিধানের ব্যত্যয় ঘটেনি।

২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে একই বছরের ২০ সেপ্টেম্বর লিভ টু আপিল করেন আবেদনকারী। আগামী ২৫ জুলাই আবেদনের ওপর শুনানি হবে।

বাংলাদেশ সময়: ১০:৪৪:৪১ ● ১৮০ বার পঠিত