সোমবার ● ২৯ মে ২০২৩
রাশিয়া কম দামে জ্বালানি বিক্রি করলে, আমরা কিনব-শেখ হাসিনা
Home Page » জাতীয় » রাশিয়া কম দামে জ্বালানি বিক্রি করলে, আমরা কিনব-শেখ হাসিনাবঙ্গ-নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কম দামে পাওয়া গেলে রাশিয়া থেকে জ্বালানি কিনবে বাংলাদেশ। সম্প্রতি কাতার সফরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেন বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি’র এক প্রতিবেদনে বলা হয়। আজ ওই প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়া আমাদের কাছে কম দামে জ্বালানি বিক্রি করলে, আমরা অবশ্যই তা কিনব। সস্তায় পাওয়া গেলে জ্বালানি না কেনার কোনো প্রশ্নই আসে না।
শেখ হাসিনা বলেন, শুধু রাশিয়া নয়, যারাই আমাদেরকে কম দামে জ্বালানি দিবে তাদের কাছ থেকেই বাংলাদেশ জ্বালানি কিনবে। আমরা সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই।
শেখ হাসিনা আরও বলেন, দেশের উন্নয়নের জন্য আমরা সবকিছু করার চেষ্টা করছি। জনগণের চাহিদা পূরণ করা আমাদের দায়িত্ব। আমরা চাই আমাদের নাগরিকরা সমৃদ্ধ জীবন যাপন করুক। তাদের সে অধিকার আছে। এ জন্য আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি।
বাংলাদেশ সময়: ২০:৩৮:২৭ ● ২৫১ বার পঠিত