সোমবার ● ২২ মে ২০২৩
নারী- স্মৃতি রানী দে
Home Page » সাহিত্য » নারী- স্মৃতি রানী দেবিধাতার অপরূপ সৃষ্টি নারী।
কখনো তুমি জগৎ জননী,
কখনো হও কারো ঘরনি,
কখনও আবার রণ রঙ্গিনী।
কখনো তুমি দশভুজ ধারিনী,
অপশক্তি দমনে সেই তুমি হও অসুর বিনাশিনী।
কখনো তুমি কোমলিনী,
কখনো তুমি মদনমোহিনী।
ত্রিভূবনে সর্বত্র পদচারনা তোমার,
তুমি সৃজনী, তুমি নারী।
তোমার গর্ভে বেড়ে ওঠে আগামী প্রজন্ম,
ত্যাগের মহিমায় তুমি যে অনন্য।
ধন্য তুমি নারী,
তুমি সকলের প্রণম্য।
বাংলাদেশ সময়: ২৩:২৭:২৮ ● ৫৭৪ বার পঠিত