সোমবার ● ২২ মে ২০২৩
২৯তম গ্যাসক্ষেত্র হিসেবে স্বীকৃতি পেল ইলিশা কূপ
Home Page » অর্থ ও বানিজ্য » ২৯তম গ্যাসক্ষেত্র হিসেবে স্বীকৃতি পেল ইলিশা কূপবঙ্গ-নিউজ: দেশের ২৯তম গ্যাসক্ষেত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে ভোলার ইলিশা কূপ।্ধআজ বারিধারায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ভূতাত্ত্বিক তথ্য অনুযায়ী ইলিশা কূপে আনুমানিক প্রায় ২০০ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাস মজুদ আছে। দৈনিক গড়ে ২০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উত্তোলন করলে ২৫-২৬ বছর গ্যাস উৎপাদন সম্ভব হবে।
আন্তর্জাতিক বাজারের মূল্য হিসেবে ইলিশা গ্যাস ক্ষেত্রে মজুদ (২০০ বিলিয়ন ঘনফুট) গ্যাসের আনুমানিক মূল্য প্রায় ২৬ হাজার ৭৫০ কোটি টাকা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোলায় তিনটি গ্যাসক্ষেত্রে (শাহজাদপুর, ভোলা নর্থ ও ইলিশা) মোট ২.২৩ টিসিএফ গ্যাস মজুদ আছে। এসব গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব।
ইলিশা কূপ-১ এর খনন কাজ শুরু হয় ২০২৩ সালের ৯ মার্চ এবং শেষ হয় ১৪ এপ্রিল।
বাংলাদেশ সময়: ২০:৩৫:০৩ ● ২৯৭ বার পঠিত