রবিবার ● ৯ এপ্রিল ২০২৩
অনুভব -হাসান মিয়া
Home Page » সাহিত্য » অনুভব -হাসান মিয়াঅনুভব
হাসান মিয়া
তোমার দেখা পাইনা আমি,
কাটাই বিরহ বেলা
নির্জনে অনুভব করি
মনে মনে একেলা।
হৃদয়ে ভেসে যায়
স্বপ্ন সুখের ভেলা।
সকালে সোনা রোদ,
রৌদ্র সকাল বেলা।
গাছে বসে কোকিল ডাকে কন্ঠ সুরেলা
কান পেতে শুনি আমি, বসে নিরালা।
এত ডাকি তবুও কি ? পাশে বসবে না,
পাশে বসলে তুমি,
খোপায় গুঁজতাম রক্ত জবাটা।
হাতটি ধরে রাখতাম কোলে
কবরী দিতাম বুলে।
মৃদু হাওয়ায় দোলত তোমার
কর্ণদ্বয়ের দুল
হস্তদ্বয়ের চুড়িগুলো
ভারী সুন্দর গোল।
অনুভব করি আমি হৃদয় মাঝে খুব
কি জানি কি ভেবে দিলাম
তোমার প্রেমে ডুব।
উড়ু উড়ু মনটি তোমার
সরু সরু ঠোঁট।
বাঁকা ঠোঁটের হাসি দেখে
আর থাকে না হুঁশ।
ডাগর ডাগর আঁখি তোমার
কাঁজল কালো চুল।
তা দেখে আমি করিনি তো ভুল।
ভ্রু তোমার আঁকা আঁকা
ধনুকের মতো বাঁকা
কোন কাঁজলের কালি দিয়ে
পাঁপড়ি গুলো আঁকা।
কেশ তোমার কালো মেঘ
মুখের তিলটি কালো বেশ
হাসলেই ফোটে ওঠে ঝঁলকানি বেশ
তা দেখে আমার মনে
থাকতো না কোন রেশ।
নীল শাড়ি পড়ে আসতে যদি দ্বি-প্রহরে
বসতাম দুজন নির্জন পুকুরপাড়ে
গল্প গুজব করতাম কত থরে-বিথরে।
আজ আস নি কতই না তুমি দূরে
আবার জানি আসবে কবে
অন্য কোন বারে।
বাংলাদেশ সময়: ৩:০৫:৫৯ ● ৪৮৩ বার পঠিত