শনিবার ● ৮ এপ্রিল ২০২৩

এবার বঙ্গবাজারে বরিশাল প্লাজায় অগ্নিকাণ্ড

Home Page » জাতীয় » এবার বঙ্গবাজারে বরিশাল প্লাজায় অগ্নিকাণ্ড
শনিবার ● ৮ এপ্রিল ২০২৩


 বঙ্গবাজারে বরিশাল প্লাজায় অগ্নিকাণ্ড

বঙ্গ-নিউজঃ   রাজধানীর বঙ্গবাজারে বরিশাল প্লাজায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৮টা ৫ মিনিটে বরিশাল প্লাজার চতুর্থ তলায় আগুন লাগার খবর আসে। পরে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট গিয়ে সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলেও উল্লেখ করে ডিউটি অফিসার রাফি।

এর আগে গত মঙ্গলবার ভোরে বঙ্গবাজার কমপ্লেক্সের আদর্শ মার্কেটে আগুন লাগে। মুহূর্তের মধ্যে বঙ্গবাজার, গুলিস্তান ও মহানগর মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পাশের এনেক্সো টাওয়ার, মহানগর শপিং কমপ্লেক্স, বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেট ও বরিশাল প্লাজার আংশিক পুড়ে যায়। পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর পরও ধ্বংসস্তূপে বিভিন্ন স্থানে আগুন জ্বলতে থাকে। সাড়ে ৭৫ ঘণ্টা পর শুক্রবার সকাল সাড়ে ৯টায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অগ্নিনির্বাপণ সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১২:১৩:৩২ ● ৩১২ বার পঠিত