শুক্রবার ● ২৪ মার্চ ২০২৩
হাওরকবির কবিতা আবৃত্তি করে নেট দুনিয়ায় ভাইরাল কে এই জাকিয়া
Home Page » আজকের সকল পত্রিকা » হাওরকবির কবিতা আবৃত্তি করে নেট দুনিয়ায় ভাইরাল কে এই জাকিয়া
সময়ের অন্যতম জনপ্রিয় হাওরবাদী লেখক হাওরকবি জীবন কৃষ্ণ সরকারের লেখা “হাওরবাসীর দূঃখ” কবিতা আবৃত্তি করে সোস্যাল মিডিয়ায় বেশ ঝড় তুলেছেন জাকিয়া সুলতানা নামে এক মেয়ে। ভিডিওতে দেখা যায় সিলেটে ধূপাদিঘীর পার ওয়াকওয়েতে পড়ন্ত বিকেলে হাওরকবি জীবন কৃষ্ণ সরকারের অমর একুশে বইমেলা ২০২৩ এ প্রকাশিত “হাওর পারের নাইয়া ” কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা আবৃত্তি করছেন তিনি।আবৃত্তির ভিডিওটি গতকাল সন্ধ্যায় ফেসবুকে আপলোড করার সাথে সাথে ভাইরাল হয়ে যায়।ইতোমধ্যে কবিতাটি শত শত শেয়ার এবং কমেন্ট পরেছে,ভিউ হচ্ছে হাজার হাজার।
খোঁজ নিয়ে জানা যায় জাকিয়া সুলতানার বাড়ি সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নের মীর্জাপুর গ্রামে।সে বর্তমানে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী।অত্যন্ত সুললিত কণ্ঠে তার আবৃত্তি করা কবিতাটি ইতোমধ্যেই সাহিত্য পাড়ায় বেশ আলোড়িত হয়েছে,বার বার শোনছেন অনেকেই।
জানতে চাইলে জাকিয়া সুলতানা বলেন,আমি একজন হাওর এলাকার মানুষ,হাওরের সুখ,দুঃখকে আমি অন্তরে ধারণ করি।হাওরকবি জীবন কৃষ্ণ সরকারের লিখা “হাওরবাসীর দূঃখ” কবিতাটি আমার বেশ মনঃপূত হয়েছে।তাই আমি স্ব-ইচ্ছাতেই দরদ দিয়ে আবৃত্তি করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি জানিনা তবে শ্রোতাদের শেয়ার, কমেন্ট,ভিউ দেখে মনে হচ্ছে আবৃত্তিটি নেটিজেনরা পজিটিভলিই নিয়েছে যা আমাকে সত্যিই অভিভূত করেছে।শ্রোতাদের এমন ভালোবাসা অব্যাহত থাকলে ভবিষ্যতে আমি নেটিজেনদের জন্য আরো ভালো ভালো কবিতা উপহার দিতে পারবো বলে বিশ্বাস করি।
বাংলাদেশ সময়: ২০:৩৫:৫১ ● ১১৬২ বার পঠিত