বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০২৩

নরেন্দ্র মোদির পদবি নিয়ে মন্তব্যের জেরে রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড

Home Page » জাতীয় » নরেন্দ্র মোদির পদবি নিয়ে মন্তব্যের জেরে রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড
বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০২৩


কংগ্রেস নেতা রাহুল গান্ধী

বঙ্গ-নিউজঃ    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে মন্তব্যের জেরে মানহানি মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছেন গুজরাটের একটি আদালত। ওই মামলায় আজ বৃহস্পতিবার তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তবে আদালত তার ৩০ দিনের জামিনের আবেদন মঞ্জুর করেছেন। আপিল করার সুযোগও দেওয়া হয়েছে।

ভারতের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী দুই বছর বা তার বেশি মেয়াদের কারাদণ্ড হলে লোকসভার সদস্য পদ খারিজ হতে পারে। ফলে রাহুলের ক্ষেত্রে সেই ধরনের ঘটনার আশঙ্কা রয়েছে।

রাহুলের মন্তব্যে কারও (নরেন্দ্র মোদির) ক্ষতি হয়নি বলে আদালতে দাবি করেছেন তার আইনজীবী কিরীট পানওয়ালা।

২০১৯ সালের লোকসভা ভোটে কর্নাটকে প্রচারে গিয়ে রাহুল প্রশ্ন তুলেছিলেন, ‘‘সব চোরের পদবি ‘মোদি’ হয় কেন?’’ আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদি, ব্যাঙ্ক-ঋণ মামলায় ‘পলাতক’ নীরব মোদির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা টেনেছিলেন তিনি। ওই ঘটনায় রাহুলের বিরুদ্ধে ‘পদবি অবমাননার’ অভিযোগে মানহানির মামলা করেন গুজরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদি। সে মামলাতেই দোষী সাব্যস্ত হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

মামলার রায়ের ঘোষণার আগে আজ বৃহস্পতিবার সকালে গুজরাটের সুরাটে পৌঁছেন রাহুল গান্ধী। সেখানে রাজ্যের কংগ্রেস নেতারা তাকে স্বাগত জানান। এসময় সময় নেতাকর্মীরা স্লোগান দেন, ‘বিজেপির একনায়কের কাছে কংগ্রেস মাথা নত করবে না।’

বাংলাদেশ সময়: ১৭:৫৪:৪১ ● ৪৩১ বার পঠিত