রবিবার ● ১৯ মার্চ ২০২৩

দুই বন্দর ব্যবহারের প্রস্তাব দিলেন ভারতকে শেখ হাসিনা

Home Page » জাতীয় » দুই বন্দর ব্যবহারের প্রস্তাব দিলেন ভারতকে শেখ হাসিনা
রবিবার ● ১৯ মার্চ ২০২৩


গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন গভর্নিং কাউন্সিল অব ইন্ডিয়া সদস্য রাম মাধব

বঙ্গনিউজঃ   প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারত চাইলে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ও সিলেট বিমানবন্দর ব্যবহার করতে পারে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা ‍ও গভর্নিং কাউন্সিল অব ইন্ডিয়ার সদস্য রাম মাধব আজ রোববার গণভবনে সাক্ষাত করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর ইউএনবি।
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন গভর্নিং কাউন্সিল অব ইন্ডিয়া সদস্য রাম মাধব

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কেএম সাখাওয়াত মুন বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার আঞ্চলিক কানেক্টিভিটির ওপর জোর দিয়ে থাকে, যা মানুষে মানুষে সংযোগ বৃদ্ধি করবে।

প্রধানমন্ত্রী রাম মাধবকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তার শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে বলেছেন।

রাম মাধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতুলনীয় নেতৃত্বে বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক অগ্রগতির উচ্চ প্রশংসা করেছেন। তিনি বলেন, প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও ভারতের মধ্যে দারুণ বন্ধুত্ব রয়েছে। আগামী দিনে এ সম্পর্ক অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দীন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৪৩:৫৬ ● ৩৭৪ বার পঠিত