মঙ্গলবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৩

নির্মাণের দুই বছরেই ভেঙে পড়লো কার্লভার্ট

Home Page » সারাদেশ » নির্মাণের দুই বছরেই ভেঙে পড়লো কার্লভার্ট
মঙ্গলবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৩


নির্মাণের দুই বছরেই ভেঙে পড়লো কার্লভার্ট

সাজেদা আহমেদ, বিশেষ প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের শেষ প্রান্তে ও নেত্রকোনা জেলার কলমাকান্দা ইউনিয়নের বিশরপাশা বাজার সংলগ্ন জনচলাচলের গুরুত্বপূর্ণ রাস্তাটির কার্লভার্ট ভেঙে জন ভোগান্তির সৃষ্টি হয়েছে।
সুনামগঞ্জের তাহিরপুর ও মধ্যনগর উপজেলার অধিকাংশ লোকজন রাজধানী ঢাকা যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার করে। গত দুইদিন আগে কার্লভাট ভেঙে পরায় পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের অর্থায়নে একলক্ষ টাকা ব্যায়ে এ কার্লভার্টটি ২০২০ সালে নির্মাণ করা হয়েছিল।
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের শাহাপুর গ্রামের হৃদয় মিয়া বলেন,’আমাদের হাটবাজার, ব্যবসা-বানিজ্য এমনকি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করতে শিক্ষার্থী সহ সকলকেই এই রাস্তাদিয়ে কলমাকান্দা ইউনিয়নের বিশরপাশা যেতে হয়। কার্লভার্টটি ভেঙে যাওয়ায় যাতায়াতের মারাত্মক অসুবিধা হচ্ছে।’
কলমাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আলী বিশ্বাসকে এ বিষয়টি জানালে তিনি দ্রুত মেরামতের আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ৪:১৭:২২ ● ৩৫৯ বার পঠিত