শুক্রবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৩
স্বাস্থ্যসেবা এখন সাশ্রয়ী এবং প্রতিটি দোরগোড়ায়:প্রধানমন্ত্রী
Home Page » জাতীয় » স্বাস্থ্যসেবা এখন সাশ্রয়ী এবং প্রতিটি দোরগোড়ায়:প্রধানমন্ত্রীবঙ্গ-নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে স্বাস্থ্যসেবা এখন অনেক সাশ্রয়ী এবং প্রতিটি দোরগোড়ায় পৌঁছে গেছে। এছাড়া হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ এখন প্রায় স্বনির্ভর।
আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে এক ধারণকৃত ভিডিও বার্তায় এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘সারা বিশ্বে মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হল হৃদরোগ। কিন্তু বাংলাদেশ এখন হৃদরোগের চিকিৎসায় প্রায় স্বাবলম্বী। হৃদরোগের ৯৫ থেকে ৯৮ শতাংশ চিকিৎসার সক্ষমতা রয়েছে। হৃদরোগের চিকিৎসায় দেশে দক্ষ জনশক্তি, আধুনিক প্রযুক্তি এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে।’
শেখ হাসিনা বলেন, বাংলাদেশে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হার প্রায় ২৭ শতাংশ। খাদ্যাভ্যাসে অনিয়ম, শারীরিক ব্যায়ামের অভাব, ধূমপান এবং ডায়াবেটিসের কারণে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি বেড়ে যায়।
তিনি বলেন, ‘হৃদরোগীদের চিকিৎসা সুবিধা উন্নত করার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর আমাদের নজর দিতে হবে।
বাংলাদেশ সময়: ২০:৩৫:৪৩ ● ৪৭৬ বার পঠিত