রবিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৩

২ দশমিক ৩৪ কিলোমিটার কালশী ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » ২ দশমিক ৩৪ কিলোমিটার কালশী ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রবিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৩


কালশী ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বঙ্গ-নিউজ: মিরপুরের কালশী এলাকায় অবস্থিত ফ্লাইওভারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল ১০টায় কালশী বালুর মাঠে সুধী সমাবেশের মধ্য দিয়ে এই ফ্লাইওভারের উদ্বোধন করেন তিনি।

জানা গেছে, নির্ধারিত সময়ের চার মাস আগেই কাজ শেষ হওয়ায় ফ্লাইওভারটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। নির্মাণের নির্ধারিত সময় ছিল আগামী ৩০ জুন পর্যন্ত।

প্রকল্প সূত্র জানায়, ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী মোড়ে ফ্লাইওভার প্রকল্পটি সরকার অনুমোদন দেয় ২০১৮ সালের ১ জানুয়ারি।

২ দশমিক ৩৪ কিলোমিটার দীর্ঘ কালশী ফ্লাইওভার ফ্লাইওভারটি চালু হলে মিরপুরবাসী যানজটমুক্ত থাকতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

প্রকল্প সূত্র জানায়, ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী মোড়ে ফ্লাইওভার প্রকল্পটি সরকার অনুমোদন দেয় ২০১৮ সালের ১ জানুয়ারি।

২ দশমিক ৩৪ কিলোমিটার দীর্ঘ কালশী ফ্লাইওভার ফ্লাইওভারটি চালু হলে মিরপুরবাসী যানজটমুক্ত থাকতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের আওতায় দুইটি ফুটব্রিজ নির্মাণ, একটি পাবলিক টয়লেট নির্মাণ, একটি পিসি গার্ডার ব্রিজ সম্প্রসারণ, সাইকেলের জন্য আলাদা লেন দুটি পুলিশ বক্স, ১ দশমিক ৭৬ কিলোমিটার পাইপ ড্রেন নির্মাণ, ৭ দশমিক ৪০ কিলোমিটার আরসিসি ড্রেন ও সসার ড্রেন নির্মাণ, ছয়টি বাস বে এবং যাত্রী ছাউনি আছে।

বাংলাদেশ সময়: ২০:০৩:২৩ ● ৩৯৬ বার পঠিত