শনিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৩
সরকারি চাকরিজীবীদের প্রথম ৪০ মিনিট অফিসে থাকা বাধ্যতামূলক
Home Page » জাতীয় » সরকারি চাকরিজীবীদের প্রথম ৪০ মিনিট অফিসে থাকা বাধ্যতামূলকবঙ্গ-নিউজ: মাঠ পর্যায়ে সরকারি চাকরিজীবীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থান বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রতি সব ডিসি ও ইউএনও’কে এ নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
নির্দেশনায় বলা হয়েছে, জরুরি পরিস্থিতি ছাড়া মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা/কর্মচারীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু অনেকে এ সময় অফিসে উপস্থিত থাকেন না। মন্ত্রিপরিষদ বিভাগের তদারকিতে বিষয়টি উঠে এসেছে। এতে সাধারণ নাগরিকরা যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি সরকারি কাজের গতিও কমে যায়।
এমতাবস্থায় নাগরিকদের সুবিধা নিশ্চিতে এবং সরকারি কাজে গতিশীলতা আনতে মাঠ পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অত্যাবশ্যকীয়ভাবে অফিসে থাকার নির্দেশনা দেওয়া হলো।
বাংলাদেশ সময়: ১৯:৫৯:৩৬ ● ৩৭৪ বার পঠিত