শুক্রবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৩
বিরহী এ মন : রাধাবল্লভ রায়
Home Page » সাহিত্য » বিরহী এ মন : রাধাবল্লভ রায়
জানালা খুলিয়া দেখিনু চাহিয়া
তুমি আসো নাই-
চামেলি,ডালিয়া কী যেন ভাবিয়া
খসিয়া পড়েছে তাই।
**
ভোরের শিউলি রয়েছে আউলি
বিরহী এ মন-
কত যে আশা বেঁধেছে বাসা
ভাবি অনুক্ষণ।
**
থাকিয়া থাকিয়া ডাকিছে পাপিয়া
সহন না যায়-
মরমে মরমে মরি যে শরমে
কেমনে কহিব তায়।
**
গোপনে গোপনে মনের গহনে
ফুটেছে কদম ফুল
অজানা পরশে মনের রভসে
মন হয়েছে আকুল।
**********
বাংলাদেশ সময়: ২০:২৩:২৯ ● ৪০১ বার পঠিত