শনিবার ● ২৮ জানুয়ারী ২০২৩

প্রশিক্ষণ মহড়ার সময় ভারতে ২ যুদ্ধবিমান বিধ্বস্ত

Home Page » জাতীয় » প্রশিক্ষণ মহড়ার সময় ভারতে ২ যুদ্ধবিমান বিধ্বস্ত
শনিবার ● ২৮ জানুয়ারী ২০২৩


মহড়ার সময় বিধ্বস্ত ভারতের যুদ্ধ বিমান

বঙ্গ-নিউজ: প্রশিক্ষণ মহড়ার সময় ভারতে মধ্যপ্রদেশে বিমান বাহিনীর দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমান দুটি হলো- সুখই সু-৩০ ও মিরেজ ২০০০। ২৮ জানুয়ারি, শনিবার সকালে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বিমানগুলো গোয়ালির বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। এ ঘটনার পর উদ্ধার কাজ চলছে। এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, সু-৩০ যুদ্ধবিমানটিতে দুইজন পাইলট ছিলেন। মিরেজ ২০০০ এ ছিলেন একজন। এই তিন পাইলটের মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে। তারা আহত হলেও নিরাপদ।

এর আগে ২০২২ সালের ২৮ জুলাই রাজস্থানের বারমার জেলায় মিগ-২১ নামের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় দুই পাইলট নিহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৫৮:৪৮ ● ২৫৯ বার পঠিত