শুক্রবার ● ১৩ জানুয়ারী ২০২৩

ইমাম সিকদারের কবিতা - ‘আমি হেরে যাই ‘

Home Page » সাহিত্য » ইমাম সিকদারের কবিতা - ‘আমি হেরে যাই ‘
শুক্রবার ● ১৩ জানুয়ারী ২০২৩


ইমাম সিকদারের কবিতা - ‘আমি হেরে যাই ‘

আমি হেরে যাই,আমি বারবার হেরে যাই,
নিঃশব্দে নিভৃতে আমি জিতেও হেরে যাই ।
আমি হেরে যাই নিজের স্বক্রিয়তার কাছে
প্রিয় মানুষের আগন্তুক ভালোবাসার কাছে।
শেষ বিকেলে যখন অন্ধকার চলে আসে
এক গুচ্ছক কষ্টের কাছে ।

হেরে যাই ভাগ্যের প্রতিযোগিতা মূলক অনুশীলনে
চলার পথে ভুল করে হেরে যাই পরাজয়ের গ্লানিতে।
আমি হেরে যাই নিজের ব্যর্থতায় নিজের কাছে
ছিটকে পড়ি নীল গগন থেকে নীলাদ্রি তে ।
বারবার কেন হেরে যাই নিজের বিবেকের কাছে
ভ্রান্ত পথের পথিক আমি হেরে যাই নিয়তির কাছে।

পরোপকার করেও চক্ষু লজ্জায় হেরে যাই স্বার্থের কাছে
আমি বিবেকের তাড়নায় পারিনা স্বার্থপর হতে ।
রক্তের সাথে পারিনা উচ্চই স্বরে কিছু বলতে
হেরে যাই আত্মীয়ের কাছে স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ।
তবুও ভাবি সুখ-স্বাচ্ছন্দ্যে থাকুক ওরা দিনশেষে
না হয় আমি হেরে যাবো আলোকিত সুন্দর এ ভুবনে।

ইমাম সিকদার

বাংলাদেশ সময়: ১৮:২৯:১১ ● ৮১১ বার পঠিত