সোমবার ● ২ জানুয়ারী ২০২৩
”দীপান্বিত গুরুকুল” পুস্তকের সমালোচনা-স্বপন চক্রবর্তী
Home Page » বিবিধ » ”দীপান্বিত গুরুকুল” পুস্তকের সমালোচনা-স্বপন চক্রবর্তী ফেসবুক ও অনলাইন পেপার “ বঙ্গনিউজে “একটি পুস্তক সমালোচনা লিখেছিলাম। ধারাবাহিকভাবে প্রকাশিত উক্ত লেখাটি গত ০৬/১২/২২ তারিখে দৈনিক আজাদী পত্রিকায় ছাপা হয়। বইটির লেখক নিতাই সেন লেখাটির প্রশংসা করেছেন এবং বইটির পাঠক চাহিদা বেড়ে গেছে বলে জানান। বিভিন্ন পাঠক বইটি পাবার জন্য খোঁজ করছেন। তিনি আরও বলেছেন যে, পত্রিকার সম্পাদকও লেখাটির প্রশংসা করেছেন। পত্রিকায় প্রকাশের সময় লেখাটির শেষের দিকে শিক্ষক সম্পর্কে আরও একটু লিখা হয়েছে- যা পাঠকদের ভালো লাগবে বলে
আশা করি। আবারও পড়ার জন্য অনুরোধ জানাই।
বাংলাদেশ সময়: ১৮:২৪:১৫ ● ৫৫৩ বার পঠিত